Home / খেলাধুলা / মেয়ের জন্য সালাহ’র ‘মাউই’ সাজ!

মেয়ের জন্য সালাহ’র ‘মাউই’ সাজ!

স্পোটর্স ডেস্ক: বর্তমান ফুটবল বিশ্বে মেসি-রোনালদোর পরপরই উচ্চারিত হয় মোহামেদ সালাহ’র নাম। লিভারপুলের এই মিসরীয় ফরোয়ার্ড বড় মাপের খেলোয়ারের বাইরেও একজন স্নেহপরায়ণ পিতা ও কর্তব্যনিষ্ঠ স্বামী।

গত ১৬ অক্টোবর, বুধবার ছিলো সালাহর একমাত্র মেয়ে মক্কার জন্মদিন। প্রিয় কন্যার জন্মদিনে কেক কাটা থেকে শুরু করে নানা উপহার দেন সালাহ। ঘর সাজিয়ে দেন ফুল, বেলুন আর আলোকসজ্জায়।

এতেও যেন পুরোপুরি তুষ্ট ছিলো না ছোট্ট মক্কা। অগত্যা মেয়েকে আরো খুশি করতে নতুন রূপে দেখা দেন সালাহ। মক্কার প্রিয় অ্যানিমেশন মুভি ‘মোয়ানা’। সেই চলচ্চিত্রে মোয়ানা নামের মেয়েটির পিতা ‘মাউই’। জন্মদিনে মক্কার সামনে ‘মাউই’ সেজে দেখা দেন পিতা সালাহ।

এ ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, গাছের সবুজ পাতার স্কার্ট এবং ফুলের মালা পরে মেয়ে মক্কাকে নিয়ে দাঁড়িয়ে আছেন সালাহ।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ছবিটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে।

Check Also

কাপড় কাচতে ব্যস্ত ধাওয়ানের টুইট, ‘বাস্তবতা বড় কঠিন’

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের ভয়াল থাবায় বিশ্বের সব স্পোর্টিং ইভেন্ট বন্ধ। ব্যতিক্রম নয় ক্রিকেটও। বিশ্বব্যাপী ঘরবন্দি হয়ে …

%d bloggers like this: