Home / জাতীয় / পদ্মা সেতুর ২.১ কি.মি. দৃশ্যমান:

পদ্মা সেতুর ২.১ কি.মি. দৃশ্যমান:

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এখন ২ দশমিক ১ কিলোমিটার পদ্মা সেতু দৃশ্যমান।

বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণে কোরিয়ান এক্সপ্রেসওয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এ কথা বলেন।

এ সময় পদ্মা সেতু কাজের অগ্রগতি তুলে ধরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের আপডেট হচ্ছে-পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সব কটি পাইল ড্রাইভিং-এর কাজ সম্পন্ন হয়েছে। মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৩ দশমিক ৫০ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৭৩ দশমিক ৩৭ শতাংশ।’

তিনি বলেন, ‘নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি ৬২ দশমিক ৫০ এবং আর্থিক অগ্রগতি ৪৮ দশমিক ৪০ শতাংশ। সংযোগ সড়কের অগ্রগতি ১০০ শতাংশ। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৩ দশমিক ৫০ শতাংশ।’

পদ্মা সেতুর মোট পিলার ৪২টি, এর মধ্যে ৩১টির কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাকি ১১টির কাজ চলমান আছে। আশা করা যায়, ডিসেম্বর ২০১৯ এর মধ্যে মোট ৪২টি পিলারের কাজ শেষ হবে। মোট স্প্যান ৪২টি। মাওয়া সাইটে এই পর্যন্ত ট্রাস এসেছে ২৮টি, যার মধ্যে ১৪টি স্থাপন করা হয়েছে। ফলে এখন ২ দশমিক ১ কিলোমিটার পদ্মা সেতু দৃশ্যমান।’

পদ্মা নদীর ওপর নির্মাণাধীন পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণে কোরিয়ান এক্সপ্রেসওয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সমঝোতা স্মারক সইয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

Check Also

এবার ঢাকা ছাড়ছেন জাপানের ৩২৫ নাগরিক

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এবার নিজ দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশে অবস্থানরত জাপানের নাগরিকরাও। তাদের যাওয়ার …

%d bloggers like this: