Home / জাতীয় / শেখ হাসিনাকে ভুটানের প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

শেখ হাসিনাকে ভুটানের প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

নিউজ ডেস্ক: ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট)  দুপুর পৌনে ১২টায় ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে তাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে ভুটানের রাজা, প্রধানমন্ত্রী ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। ১০ মিনিট স্থায়ী এই টেলিফোনে উভয় প্রধানমন্ত্রী দু’দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বাসস।

Check Also

ডিআইজি প্রিজন বজলুর রশীদ গ্রেপ্তার

নিউজ ডেস্ক: কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশীদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কুরিয়ার …

%d bloggers like this: