Home / বিনোদন / বলিউড / ধর্মেন্দ্র’র ঘরে এখন দুই সাংসদ

ধর্মেন্দ্র’র ঘরে এখন দুই সাংসদ

বিনোদন ডেস্ক: ‘শোলে’ খ্যাত বলিউডের এক সময়ের দাপুটে অভিনেতা ধর্মেন্দ্র’র ঘরে এখন দুই সংসদ সদস্য! একজন তার স্ত্রী ও বলিউডের তুখোড় অভিনেত্রী হেমা মালিনী, এবং অন্যজন তার বড় ছেলে বলিউডের তারকা অভিনেতা সানি দেওল।

সদ্য ঘোষিত লোকসভা নির্বাচনের ফলাফল দেয়ার পরেই ধর্মেন্দ্র’র পরিবারে আনন্দের বন্যা বইয়ে যায়। কারণ একই পরিবার থেকে এবার ভারতের ৫৪২জন সংসদ সদস্যের মধ্যে দুজনই এই পরিবারের।

মথুরা থেকে বিজেপির প্রার্থী হিসেবে ভোটে লড়াই করেছিলেন হেমা মালিনী। বিপুল ভোটে তিনি জয় লাভ করেন।

এদিকে সম্প্রতি বিজেপিতে নাম লিখিয়েই মোদির কাছ থেকে নির্বাচনে লড়াইয়ের টিকেট পেয়ে চমকে দেন ধর্মেন্দ্র’র বড় ছেলে সানি দেওল। তিনি নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন পাঞ্জাবের গুরুদাসপুর আসন থেকে। ওই আসন থেকে তিনি প্রায় পৌনে এক লাখ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।

স্ত্রী ও ছেলের জয়ের খবর শোনা মাত্রই নিজের স্বস্তুষ্টি প্রকাশ করে টুইট করেন ধর্মেন্দ্র। দুজনকেই শুভ কামনা জানান তিনি।

বহুদিন ধরেই বিজেপির রাজনীতির সঙ্গে জড়িত ধর্মেন্দ্র’র পরিবারে। এরআগে ২০০৪ সালে বিজেপির পক্ষে ধর্মেন্দ্র নিজেও নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন।

Check Also

সালমান শাহর জন্মদিন আজ

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ। বেঁচে থাকলে বয়স হতো ৪৮। তাকে ছাড়াই …

%d bloggers like this: