Home / দেশজুড়ে / চলে গেলেন রংপুরের ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক

চলে গেলেন রংপুরের ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক

দেশজুড়ে ডেস্ক: রংপুরের ভাষা সৈনিক, প্রবীণ মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শাহ মো. আব্দুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

গতকাল রবিবার রাত সোয়া ২টায় নগরীর মাহিগঞ্জ সাতমাথাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মহান ভাষা আন্দোলনে রংপুরে যে কয়জন ব্যক্তি সক্রিয় পালন করেছেন তিনি তাদের অন্যতম।

তিনি ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ছাড়াও রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য এবং মাহিগঞ্জ আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদেসহ বিভিন্ন পদে চাকুরি করেছেন।

Check Also

করোনা সন্দেহে চিকিৎসা দেয়নি ৫ হাসপাতাল, ধুঁকে ধুঁকে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত সন্দেহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা গেছেন আল আমিন …

%d bloggers like this: