Home / বিনোদন / বলিউড / সানির নতুন গান , মেহফুজ

সানির নতুন গান , মেহফুজ

বিনোদন ডেস্ক : তেরা ইন্তেজার’ সিনেমার আরও একটি গান রিলিজ হয়েছে , সেখানে অভিনয় করেন সানি লিওন ও আরবাজ খান । মেহফুজ নামে এই গানটি গেয়েছেন ইয়াসর দেশাই।

এই গানও আগের গানগুলোর মতোই রোমান্টিক। সানি ও আরবাজের ক্যামিস্ট্রি এই গানে দারুণ ফুটে উঠেছে। গানটির সুর করেছেন রাজু আশু এবং গীতিকার সাব্বির আহমেদ।

প্রথমবার কোনো সিনেমাতে একসঙ্গে দেখা যাবে আরবাজ ও সানিকে। সিনেমার ট্রেলার ইতোমধ্যেই রিলিজ হয়েছে। রাজীব বালিয়া পরিচালিত সিনেমাটি আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে।

Check Also

সালমানকে জিজ্ঞাসাবাদ হবে নিজ ফার্মহাউসে

নিউজ ডেস্ক : সুশান্তের আত্মহত্যার ঘটনার পর থেকেই চলছে নানাবিধ বিতর্ক। বারংবার উঠে আসছে বলিউডের …

%d bloggers like this: