Home / বিনোদন / চলচ্চিত্র / শুরু হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্রের শুটিং

শুরু হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্রের শুটিং

নিউজ ডেস্ক: করোনাভাইরাস সঙ্কটের মধ্যে প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর ৫ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে।

এফডিসির প্রযোজক সমিতির কার্যালয়ে মঙ্গলবার বিকাল ৪টায় ডাকা এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানান।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৯ মার্চ থেকে চলচ্চিত্রের শুটিং বন্ধ ছিল।

খসরু বলেন, “স্বাস্থ্যবিধি মেনে ৫ জুন থেকে চলচ্চিত্রের শুটিং, ডাবিং, এডিটিং শুরু করছি আমরা। চলচ্চিত্রের মারপিট ও ঘনিষ্ট দৃশ্যে অভিনয়ের আগে করোনাভাইরাস পরীক্ষা করে শুটিংয়ের নির্দেশনা থাকবে আমাদের। আর যতটা সম্ভব চলচ্চিত্রের ইউনিট ছোট রাখতে হবে।”

বৈঠকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলমসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: