Home / খেলাধুলা / মেসি যখন পিয়ানো বাদক (ভিডিও সহ)

মেসি যখন পিয়ানো বাদক (ভিডিও সহ)

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি। ফুটবলের মহাতারকা। তার জাদুকরী ফুটবলে মুগ্ধ গোটা বিশ্ব। তবে পাঁচ বারের ব্যালন ডি-অর জয়ী এ তারকা শুধু ফুটবলই খেলেন না। বিশ্বসেরা এ তারকার ফুটবলে কারিকুরি ছাড়াও রয়েছে ভিন্ন প্রতিভা। ভালো গিটার বাজাতে পারেন মেসি। এ কথা জানা গেছে আগেই। এবার আরও এক জায়গায় চমক দেখালেন তিনি। পিয়ানো বাজিয়ে ভক্তদের অবাক করেছেন আর্জেন্টাইন এ সুপারস্টার।

মর্যাদার চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে বেশ খোশ মোজাজেই দেখা গেছে বার্সেলোনা শিবিরের সবচেয়ে বড় তারকা মেসিকে। জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের আগে পিয়ানোতে চ্যাম্পিয়ন লিগের সংগীত বাজাতে দেখা গেছে তাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পিয়ানো বাজানোর সেই ভিডিও আপলোড করেছেন মেসি। গত মৌসুমে জুভেন্টাসের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বার্সেলোনাকে।

এবার নতুন মৌসুমের শুরুতেই ইতালিয়ান ক্লাবটিকে পাচ্ছে তারা। আজ সিরি-আ চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করবে কাতালান ক্লাবটি। জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের আগে বেশ ফুরফুরে বার্সেলোনা। লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ৫-০ গোলের সদ্য জয়ে বেশ আত্মবিশ্বাসী মেজাজে রয়েছে তারা। তাই জুভেন্টাসের বিপক্ষে শুরুটা জয় দিয়েই রাঙাতে পারবেন বলে বিশ্বাস বার্সা ভক্তদের।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: