Home / খেলাধুলা / মেসির রেকর্ড সপ্তম পিচিচি ট্রফি

মেসির রেকর্ড সপ্তম পিচিচি ট্রফি

নিউজ ডেস্ক : চোটের জন্য খেলা হয়নি কিছু ম্যাচ। পারফরম্যান্সে ছিল বিরল উঠা-নামা। তারপরও লা লিগায় গোল করা ও করানোয় সবার চেয়ে এগিয়ে লিওনেল মেসি। আবারও জিতলেন স্প্যানিশ শীর্ষ লিগে শীর্ষ গোলদাতার পুরস্কার- পিচিচি ট্রফি। একটি রেকর্ড স্পর্শ করলেন, আরেকটি নিজের করে নিলেন।

টানা চতুর্থ আসরে পিচিচি ট্রফি জিতলেন মেসি। সব মিলিয়ে সপ্তমবার জিতে ছাড়িয়ে গেলেন সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড তেলমো সাররাকে। ১৯৪৫ থেকে ১৯৫৩ সালের মধ্যে মোট ছয়বার পিচিচি জিতে রেকর্ড গড়েছিলেন আথলেতিক বিলবাওয়ের এই কিংবদন্তি।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: