Home / খেলাধুলা / বাংলাদেশ সিরিজের আগে টেস্টকে বিদায় বললেন ডুমিনি!

বাংলাদেশ সিরিজের আগে টেস্টকে বিদায় বললেন ডুমিনি!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু আগেই টেস্টকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটসম্যান জেপি ডুমিনি। গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়েছিলেন তিনি। দলে ফেরাটাও কঠিন হয়ে গিয়েছিল। সব মিলিয়েই সাদা পোশাককে বিদায় জানিয়ে এবার ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মনোযোগী হতে চান ৩৩ বছর বয়সী ডুমিনি।

সংবাদমাধ্যমের কাছে ডুমিনি বলেন, ‘বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই ভাবছি। সব মিলিয়েই আমি টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। গত ১৬ বছরে দেশের হয়ে ৪৬টি টেস্ট ও কেপ কোবরার হয়ে ১০৮টি প্রথম শ্রেণির ম্যাচ দারুণ উপভোগ করেছি। এটা ছিল আমার জন্য সম্মানের। ‘

তিনি আরও বলেছেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ এখনই করব না। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ), সতীর্থ, বন্ধুবান্ধব ও পরিবারের কাছ থেকে আশা করছি আমাকে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। যে খেলাটাকে এত ভালোবাসি, সেখানে নিজের সর্বোচ্চটুকু দিতে পারব এই আশা রাখি।’

২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে অভিষেকের পর ৪৬ টেস্টে ৩২.৮৫ গড়ে ২১০৩ রান করেছেন ডুমিনি। ৬ সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ৮টি।  কিন্তু শেষ ৮ টেস্টে ১৭.২৮ গড়ে তার রান মাত্র ১২১! এ কারণেই দল থেকে বাদ পড়তে হয়েছিল তাকে। টেস্টের ৪ বছর আগে ২০০৪ সালে ওয়ানডে অভিষেক হয়েছিল ডুমিনির। ১৭৭ ম্যাচে ৩৭.৭০ গড়ে তার রান ৪৬৩৮। ৪টি সেঞ্চুরির পাশে রয়েছে ২৪টি হাফ সেঞ্চুরি।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: