Home / জাতীয় / ‘নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার’

‘নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার’

নিউজ ডেস্ক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, ব্যবসা-বাণিজ্য, প্রশাসন ও রাজনীতিসহ সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার। নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বর্তমান সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আজ রাজধানীর গুলশান ক্লাবে ‘ইনার হুইল ডিসট্রিক্ট-৩৪৫’ আয়োজিত এক র‌্যালি উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইনার হুইল ডিসট্রিক্ট ৩৪৫ এর চেয়ারম্যান শারমিন হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন নাহিদ নেওয়াজ।

ইসমাত আরা সাদেক বলেন, নারী নেতৃত্ব পারে সমাজ হতে নারীদের বিরুদ্ধে সকল সহিংসতা ও অন্যায় বন্ধ করতে।

তিনি বলেন, অতীতে যখন নারীদের ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, তখনো মহীয়সী নারীরা নিজে পড়াশোনা করে নারী শিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছিলেন। ব্রিটিশবিরোধী অনেক আন্দোলনের নেতৃত্বে ছিলেন নারীরা।

প্রতিমন্ত্রী বলেন, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের মতো মারাত্মক সামাজিক সমস্যা প্রতিরোধে সেচ্ছাসেবী সংগঠনগুলোর আরো বেশি ভূমিকা রাখতে হবে।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: