Home / বিনোদন / বলিউড / ধোনির মেয়ে জিভার প্রশংসায় অনুপম খের

ধোনির মেয়ে জিভার প্রশংসায় অনুপম খের

বিনোদন ডেস্ক: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাড়িতে গেলেন বলিউডের বিশিষ্ট অভিনেতা অনুপম খের। রাঁচির বাড়িতে গিয়ে ধোনির মেয়ে জিভাকে দেখে মুগ্ধ অনুপম। তিনি বলেছেন, ও খুবই বুদ্ধিমতী। আর ওকে দেখলে মন ভালো হয়ে যায়।

আগামী সিনেমা ‘রাঁচি ডায়েরিজ’ এর প্রচারে রাঁচি গিয়েছিলেন অনুপম। সেই সময়ই রাঁচিতে ধোনির বাড়িতে যান তিনি। ২০১৬র বায়োপিক ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’তে মাহির বাবা পান সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অনুপম।

অনুপম গতকাল টুইটারে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলিতে তাঁকে ধোনি ও তাঁর বাবার সঙ্গে দেখা যাচ্ছে। অনুপমের টুইট, প্রিয় সাক্ষী ও এম এস ধোনি! দারুণ আতিথেয়তার জন্য ধন্যবাদ। আপনাদের নতুন বাড়ি খুব সুন্দর। বাবা-মায়ের সঙ্গে দেখা করা সর্বদাই আশীর্বাদের মতো।

অনুপম আরো লিখেছেন, সাক্ষী ও ধোনির মেয়ে জিভা দারুণ বুদ্ধিমতী। ওকে দেখলে মন ভালো হয়ে যায়। ও জাতীয় সংগীত ছাড়াও আরো অনেক গান জোরে জোরে গাইতে পারে। ঈশ্বর ওকে আশীর্বাদ করুন।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: