Home / বিনোদন / বলিউড / ইনস্টাগ্রামে উত্তাপ ছড়ালেন ইলিয়েনা!

ইনস্টাগ্রামে উত্তাপ ছড়ালেন ইলিয়েনা!

বিনোদন ডেস্ক: সানি লিওন, এষা গুপ্ত, মন্দনা করিমির মতো সাহসী অভিনেত্রীদের তালিকায় বরাবরই আছে ইলিয়েনা ডি ক্রুজের নাম। ইনস্টাগ্রামে ঝড় তুলতে তিনিও কিছু কম যান না। পোশাক খুলে পোজ দিয়ে একাধিকবার খবরে এসেছেন তিনিও। ইনস্টাগ্রামে তার একাধিক সাহসী ছবি বর্তমান।

কখনো বাথটাবে, কখনো ক্যামেরার সামনে পোশাক খুলে পোজ দিয়েছেন তিনি। কয়েকমাস আগে তাঁর এমনই একটি ছবি সামনে এসেছে। তবে তার আগেও অনেকবার ইলিয়েনা সাহসী ছবি পোস্ট করেছেন। স্বামীই তো তাঁর অনেক ছবি তুলেছেন। তিনি ফ্যাশন ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোন। থাকেন অস্ট্রেলিয়ায়। শোনা যায়, ডিসেম্বরেই সম্ভবত তাঁরা বিয়ে করেছেন।
কিন্তু ইলিয়েনা এখনো এ বিষয়ে স্পিকটি নট।

সম্প্রতি বাদশাহ ছবিতে দেখা গেছে ইলিয়েনাকে। সেখানে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তার আগে ইলিয়েনাকে দেখা গিয়েছিল মুবারকা ছবিতে। কিছুদিন আগেই ছবিটি মুক্তি পেয়েছে। সেখানে ইলিয়েনার সঙ্গে অভিনয় করেছেন অর্জুন কাপুর। তার আগে রুস্তম ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: