নিউজ ডেস্ক : অতি মা্ত্রার কুয়াশায় সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে উড়োজাহাজের চলাচল শুরু হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে চলাচল বন্ধ হয়ে যায়।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক জায়িদ আরিফের ভাষ্য, সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট ছেড়ে যায়।
রাত থেকে আজ সকাল নয়টা পর্যন্ত পাঁচটি ফ্লাইট ঠিক সময়ে অবতরণ করতে পারেনি।
৪ টি ফ্লাইট ঢাকা ছেড়ে যেতে পারেনি।