Breaking News
Home / বিনোদন / ঢালিউড / ৭ বছর পর মাহিকে নিয়ে শাকিব

৭ বছর পর মাহিকে নিয়ে শাকিব

নিউজ ডেস্ক : দীর্ঘ সাত বছর পর আবারো চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। অনন্য মামুন পরিচালিত ‘নবাব এল.এল.বি’ শিরোনামে ছবিতে জুটি হয়ে কাজ করবেন শাকিব-মাহি। ছবিতে মাহি ছাড়াও আরেক নায়িকা আছেন অর্চিতা স্পর্শিয়া।

নির্মাতা অনন্য মামুন জানান, চলতি মাসের ২০ তারিখ থেকে ছবিটির শুটিং শুরু হবে। তবে শুটিং কোথায় শুরু হবে সে বিষয়ে কিছুই জানাননি এই নির্মাতা। এদিকে ২৮ মার্চ থেকে শুটিং শুরুর কথা ছিলো। কিন্তু করোনা ভাইরাসেরকারণে প্রায় চার মাস বন্ধ রাখা হয়েছিল শুটিংয়ের কাজ।

সেলিব্রেটি প্রোডাকশনে ব্যানারে ‘নবাব এল.এল.বি’তে আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন শাকিব-মাহি। অন্যদিকে স্পর্শিয়ার চরিত্র সম্পর্কে এখনই কিছু জানাতে নারাজ মামুন।

তিনি বলেন, ‘স্পর্শিয়ার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। তাই এখন ওর চরিত্র নিয়ে কিছুই বলতে চাইছি না।’

প্রসঙ্গত, ২০১৩ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় পিএ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ সিনেমার মাধ্যমে শাকিব খান ও মাহিয়া মাহি প্রথমবার জুটি বাঁধেন।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: