Home / জাতীয় / ৭৫ লাখ টাকার মাল ছাই হইয়া গেছে, আমি তো শেষ’

৭৫ লাখ টাকার মাল ছাই হইয়া গেছে, আমি তো শেষ’

নিউজ ডেস্ক: ঢাকার টিকাটুলীতে ‘রাজধানী সুপার মার্কেটে’র আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা না গেলেও বাবুল ইসলাম নামে এক দোকানি জানিয়েছেন তার ৭৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

কাঁদতে কাঁদতে বাবুল বলেন, ‘৭৫ লাখ টাকার মাল ছাই হইয়া গেছে, আমি শেষ ভাই। আমি সর্বস্বান্ত হইয়া গেসি।’

বাবুলের দোকানের নাম ফয়সাল বেডিং স্টোর। রাজধানী মার্কেটের দ্বিতীয় তলায় তার তিনটি দোকান ছিল। দোকানে কম্বল, বিছানার চাদর, পর্দা ও অন্যান্য পণ্য ছিল।

বাবুল জানান, তিনটি দোকানের দুটিতে তার গোডাউন ছিল। শীতকে কেন্দ্র করে নতুন করে আরও ১০ লাখ টাকার মালামাল তুলেছিলেন তিনি।

বাবুল বলেন, ‘দুই তালায় ৭০-৮০টা দোকান আছে। সবটি দোকানই আগুনে পুইড়া ছাই হইয়া গেছে। দোকানের মালগুলাও ছাই হইয়া গেছে।’

প্রসঙ্গত, আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানী মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Check Also

ডা. সাবরিনা গ্রেফতার

নিউজ ডেস্ক  : জেকেজি হাসপাতালে করোনার ভুয়া রিপোর্ট তৈরির ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ …

%d bloggers like this: