Home / বিনোদন / ৬২ বছরে বয়সে ফের বাবা হচ্ছেন মিস্টার বিন
৬২ বছরে ফের বাবা হচ্ছেন মিস্টার বিন

৬২ বছরে বয়সে ফের বাবা হচ্ছেন মিস্টার বিন

বিনোদন ডেস্ক: দারুণ অভিনয়ের মাধ্যমে সবাইকে হাসিয়ে অভিনয় শিল্পী রোয়ান অ্যাটকিনসন, মিস্টার বিন নামেই বেশ পরিচিত ভক্ত মহলে। ৬২ বছর বয়সে মিস্টার বিন ফের বাবা হতে চলেছেন। স্ত্রী কমেডি অভিনেত্রী লুইস ফোর্ডের বয়স অবশ্য ৩৩ বছর। তারা আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাদের প্রথম সন্তান আসবে পৃথিবীতে।

এর আগে রোয়ান অ্যাটকিনসন বিয়ে করেন সানতেরা শাস্ত্রেকে। যেখানে তাদের ২৩ বছর বয়সী পুত্র বেন এবং ২১ বছর বয়সী কন্যা লিলি রয়েছে।

২০১৪ সালে সাবেক স্ত্রী সানতেরার কাছ থেকে আলাদা হন রোয়ান। পরের বছরই ৬৫তম কোর্ট শুনানীর মধ্য দিয়ে তাদের ২৫ বছরের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটে। ২০১২ সালে ওয়েস্ট এন্ড কমেডি কোয়াটারমাইনস টার্ম এ একসঙ্গে কাজ করতে গিয়ে এ দম্পতির পরিচয় হয়। একটি সূত্র থেকে জানা যায়, রোয়ান এবং লইস উভয়ই অধীর আগ্রহে নতুন সন্তানের জন্য অপেক্ষা করছেন।

রোয়ান অ্যাটকিনসন অবশ্য শুধু কমেডিয়ান নন, তার আরো বহু গুণ রয়েছে। তিনি একজন ব্রিটিশ লেখক, অভিনেতা এবং কমেডিয়ান। রোয়ান অ্যাটকিনসনের অবশ্য প্রচুর ভক্ত রয়েছে। তারা নতুন সন্তানের আগমন বার্তায় এখন থেকেই অভিনন্দন জানাচ্ছেন।

খবর-দ্য ডেইলি মেইল।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: