Home / বিনোদন / চলচ্চিত্র / ৫৮ সিনেমা হলে ‘ইনোসেন্ট লাভ’

৫৮ সিনেমা হলে ‘ইনোসেন্ট লাভ’

বিনোদন ডেস্ক: আজ শুক্রবার ৫৮ সিনেমা হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্র অপূর্ব রানা পরিচালিত ‘ইনোসেন্ট লাভ’।  এই ছবিতে অভিনয় করেছেন পরী মণি ও নবাগত জেফ। পরিচালক অপূর্ব রানা বলেন, “সারা দেশে ৫৮ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ইনোসেন্ট লাভ’। ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। কারণ, এই ছবিতে দর্শক সুন্দর একটি প্রেমের গল্প পাবে। আশা করি, ছবিটি সবাই পছন্দ করবেন।”

নবাগত জেফ বলেন, ‘আমি এই ছবি দিয়ে চলচ্চিত্র শুরু করেছি। এ ছাড়া আরো তিনটি ছবিতে কাজ করছি। গণমাধ্যমের সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ নেই, তাই সবাই বিষয়গুলো জানেন না। এই ছবি যদি দর্শক পছন্দ করেন, তা হলে আমি উৎসাহ পাব। সবাই দোয়া করবেন আমাদের এই ছবির জন্য।’

ছবি নিয়ে পরী মণি নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এই সিনেমা ২০১৪, অর্থাৎ চার বছর আগে শুটিং করা হয়েছিল। সুতরাং দয়া করে কোনো দর্শক আমার বর্তমান কাজের পরিপক্বতা ঠাঁই করতে গিয়ে বিভ্রান্ত হবেন না। আপনি এখানে অবশ্যই একজন অপরিপক্ব নবাগত নায়িকাকে দেখবেন, এটা ভেবে নিয়েই নিজ দায়িত্বে হলে যাবেন। ধন্যবাদ।’

বিষয়টি নিয়ে পরী এনটিভি অনলাইনকে বলেন, ‘এই ছবি যেমন আমি চার বছর আগে করেছি, এমন আরো অনেক ছবিই করেছি, আবার এইগুলো দিয়েই আমি দর্শকের হ্দয়ে জায়গা করে নিয়েছি। আবার এই কাজগুলো করতে করতে আমি নিজেকে তৈরি করেছি, এখন সুন্দরভাবে নিজের শিক্ষাগুলো কাজে লাগাতে চেষ্টা করছি। যে কারণে দর্শকদের প্রতি প্রত্যাশা, তারা যেন চার বছর আগের পরী ভেবে ছবিটি দেখেন।’

ছবিতে পরী মণি ও জেফ ছাড়াও অভিনয় করেছেন সোহেল রানা, মিজু আহমেদ প্রমুখ।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: