Home / দেশজুড়ে / ৪ শ্রমিকের মৃত্যু পাথর তুলতে গিয়ে সিলেটে

৪ শ্রমিকের মৃত্যু পাথর তুলতে গিয়ে সিলেটে

নিজস্ব প্রতিনিধি:  সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় চার শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন।
এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৫-৬ শ্রমিক। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে কানাইঘাট উপজেলার নয়াবাজার বাংলাটিলা এলাকায় লোভা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, কানাইঘাট উপজেলার ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের পাথরের গর্তে চাপা পড়ে ৪ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

তিনি আরও বলেন, এ ঘটনায় আরও ৫-৬ শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: