Home / আর্ন্তজাতিক / ৪০০ গণকবরের সন্ধান ইরাকে
ইরাকে ৪০০ গণকবরের সন্ধান

৪০০ গণকবরের সন্ধান ইরাকে

আর্ন্তজাতিক ডেস্ক: ৪০০ মৃতদেহের একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে ইরাকের হাওইজা শহরের কাছে। গত মাসেও শহরটি ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের দখলে ছিল।ওই ভূমি আইএসের বন্দিদের প্রাণদণ্ড দেওয়ার কাজে ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে।

কিরকুক রাজ্যের গভর্নর রাকান জানান, শহরটির অদূরে একটি বিমানঘাঁটিতে এই গণকবরটি পাওয়া গেছে। কিছু মরদেহ সাধারণ জনগণের পোশাক পরা। তবে অন্যান্যগুলো ছিল জাম্পস্যুট পরা। এ ধরনের পোশাক আইএস বন্দিদের হত্যা করার আগে পরিয়ে থাকে।জেনারেল মুরতাদা আল লুওয়াইবি বলেছেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ইরাকি সামরিক বাহিনী এ গণকবর খুঁজে পেয়েছে। আইএসের নিয়ন্ত্রিত ছিল এমন এলাকায় ইরাকি বাহিনী এমন বহু গণকবর খুঁজে পেয়েছে।

গত বছর মার্কিন গণমাধ্যম এপি (অ্যাসোসিয়েটেড প্রেস) এমন ৭২টি স্থানে গণকবর খুঁজে পাওয়ার তথ্য প্রকাশ করেছিল। এসব গণকবরে ৫২০০ থেকে ১৫ হাজারের মতো মরদেহ পাওয়া গেছে। পরবর্তীতে আইএস থেকে ওইসব ভূমি উদ্ধার করে ইরাকি বাহিনী। হাওয়াইজা বাগদাদ থেকে ২৪০ কি.মি উত্তরে। ২০১৩ সাল থেকে এ অঞ্চলটি আইএসের দখলে ছিল। গত মাসেই আইএসের কবল থেকে এ অঞ্চল মুক্ত করে ইরাকি বাহিনী।

খবর-বিবিসি।

Check Also

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৯ লাখ ১৩ হাজার

নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার …

%d bloggers like this: