Home / দেশজুড়ে / ৩ সড়ক সংস্কারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

৩ সড়ক সংস্কারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

দেশজুড়ে ডেস্ক: আজ রবিবার দুপুরে হিউম্যান হলার মালিক ও শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সুনামগঞ্জ-জামালগঞ্জ, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক সংস্কার না হওয়ায় যানবাহন চালানো যাচ্ছে না।

এতে সাধারণ মানুষেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অবিলম্বে সড়ক সংস্কার না হলে কঠোর আন্দোলনসহ যান চালানো বন্ধের হুমকি দেন নেতৃবৃন্দ।

বক্তারা আরো বলেন, স্থানীয় মন্ত্রী-এমপি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার কাছে বার বার ধরণা দিয়েও আশ্বাস ছাড়া কিছুই মিলছে না।

তাই সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়া না হলে আমরা যান চলাচল বন্ধ করে দেব।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: