Home / বিনোদন / ঢালিউড / এখনও প্রেক্ষাগৃহে চলছে গেইম রিটার্নস

এখনও প্রেক্ষাগৃহে চলছে গেইম রিটার্নস

বিনোদন ডেস্ক :  নিরব, তমা মির্জা ও লাবণ্য লি অভিনীত এই ছবিটি প্রথম সপ্তাহে প্রায় অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি। কিন্তু তা চতুর্থ সপ্তাহেও কোনো না কোনো হলে থাকতে তা অনুমেয় ছিল না।

অ্যাকশান-থ্রিলারের গল্প, সেই সঙ্গে প্রেম-ভালোবাসাও ফুটে উঠেছে ছবিটিতে। নিরবের সঙ্গে পর্দায় তমা ও লাবণ্যের রসায়ণে মুগ্ধ হয়েছে দর্শকেরা। যার ফলশ্রুতিতে ছবিটি এখনো দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে চলছে।

শুরুতে সাড়া দেশের ৪৪ টি সিনেমা হলে মুক্তি পেলেও এখনো বেশ কিছু হলে দেখানো হচ্ছে ‘গেইম রিটার্নস’। সেগুলোর মধ্যে রয়েছে ঝংকার (বকশীগঞ্জ), হীরামন (নেত্রকোনা), মেহেরপুর (মেহেরপুর), মোহন (হবিগঞ্জ), কথাচিত্র (কটিয়াদী), পান্না (মুক্তারপুর)।

প্রসঙ্গত, রয়েল খানের পরিচালনায় ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। ত্রিভুজ প্রেম ও আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়ে নির্মিত ‘গেম রিটার্নস’ ছবির সংলাপ ও কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: