Home / দেশজুড়ে / ঢাকা / ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু গোপালগঞ্জে

৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু গোপালগঞ্জে

দেশজুড়ে ডেস্ক: আজ বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। এতে যোগ দিতে বিভিন্ন এলাকার তাবলিগ জামাতের মুসল্লিরা। এ ইজতেমার আয়োজন করা হয়েছে তাবলিগ জামাতের মাধ্যমে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে এবং ময়দান প্রাঙ্গণে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

গোপালগঞ্জে মরা মধুমতি নদীর তীরে ৪০ একর জমির উপর নির্মিত হাউজিং প্রকল্প মাঠে আজ আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী জেলা ইজতেমা। দেশের নামকরা কয়েকজন আলেম এ ইজতেমায় বয়ান দেবেন। গোপালগঞ্জের ৫ উপজেলাসহ আশপাশের কয়েকটি জেলা থেকে ইজতেমায় প্রায় দুই লাখ মুসল্লি অংশ নিচ্ছেন। সইজতেমা মাঠ এলাকায় প্যান্ডেল নির্মাণ, সামিয়ানা টাঙানো, অজুখানা, পানি ও বাথরুমসহ সব ব্যবস্থা করা হয়েছে। পরিবার, দেশ, জাতিসহ বিশ্বের সব মানুষের শান্তি কামনায় ইজতেমায় অংশ নিচ্ছেন বলে জানান মুসল্লিরা। ইজতেমাকে কেন্দ্র করে ময়দান প্রাঙ্গণসহ জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শহরে যাতে যানজট সৃষ্টি না হয়, মুসল্লিদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় ও ইজতেমার প্রবেশ পথে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। সড়ক গুলোতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা।

দেশ, জাতি ও সারা বিশ্বের মানুষের শান্তি কামনার মধ্য দিয়ে আগামী শনিবার শেষ হবে তিন দিনের এ জেলা ইজতেমা।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: