Home / আর্ন্তজাতিক / ৩৩৬টি আসন নিয়ে ভারতে ফের সরকার গড়তে যাচ্ছেনে মোদি

৩৩৬টি আসন নিয়ে ভারতে ফের সরকার গড়তে যাচ্ছেনে মোদি

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির মসনদে ফের গেরুয়া রং। মসনদ দখলেই রাখতে যাচ্ছে এনডিএ। লোকসভা নির্বাচনে ৫৪২ আসনের মধ্যে ৩৩৬টি আসন নিয়ে ফের সরকার গড়তে যাচ্ছে এনডিএ। নির্বাচনী ফল প্রকাশের আগেই এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে কে আসতে চলেছে ক্ষমতায়। তাতে ইঙ্গিত মিলছে ভারতের মানচিত্রে এখন শুধু পদ্মফুল। অব্যাহত রইল মোদি-শাহের বিজয় রথ। নিউজ এইট্টিন/এনডিটিভ/টাইমস অব ইন্ডিয়া

এনডিএ’র লক্ষ্য ছিল ২৭২ কিন্তু বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে তিনশোর বেশি আসন নিয়ে সরকার গড়তে চলেছে এনডিএ জোট। ৫৪২ টি আসনের মধ্যে গোটা ভারত জুগে ২৭৬টি আসন নিজেদের দখলে রাখল বিজেপি। এনডিএ-এর অন্যান্য শরিকদের ঝুলিতে রয়েছে ৬০টি আসন। বিস্তারিত আসছে…

Check Also

নামাজের জন্য জার্মানিতে খুলে দেয়া হল গির্জা

নিউজ ডেস্ক:  করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে চলার নতুন নিয়ম মেনে মসজিদে নামাজ আদায় …

%d bloggers like this: