দেশজুড়ে ডেস্ক : গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলা সদরের শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাপড় ব্যাবসায়ী ইদ্রিস মোল্লা (৪৮) ও তার ভাই কাঠ ব্যবসায়ী লাভলু মোল্লা (৪২)। এরা ২ জনই পাশের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত জহুর মোল্লার ছেলে। নিহতদের ভাই মো. আবুল কাসেম মোল্লা জানান, একই এলাকার ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. কাওসার শেখের সাথে আমাদের বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার রাতে আমার দুই ভাই আলফাডাঙ্গা বাজারে ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শ্মশানঘাট এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্র নিয়ে কাওসার মোল্লার লোকজন হামলা চালিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আমার দুই ভাইকে গুরুতর আহত করে।
শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্লা জানান, আহতদের উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে আনার পর তাদের মৃত্যু হয়। এই বিষয়টি আলফাডাঙ্গা থানার ওসি মো. নাজমুল করিম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ হত্যা মামলার প্রস্ততি নিয়ে হচ্ছে ।