Home / আইন-আদালত / ২ কোটি টাকার অধিক সম্পদশালীদের জন্য সারচার্জ

২ কোটি টাকার অধিক সম্পদশালীদের জন্য সারচার্জ

নিউজ ডেস্ক : ২ কোটি টাকা বা তার অধিক সম্পদশালীদের কাছ থেকে সারচার্জ নেওয়া যাবে বলে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধানী পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে আদালত তার অপর এক আদেশে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ব্যবসায়ীদের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) আবেদন গ্রহণ করেছেন। এর আগে ২০১৫ সালে হাইকোর্টের একটি বেঞ্চ সম্পদশালীদের কাছ থেকে সারচার্জ নেওয়া সাংবিধানিক বলে রায় দেন। সেই রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার লিভ টু আপিল করলে আদালত তা গ্রহণ করেন।

সারচার্জ বা সম্পদ কর হচ্ছে এক ধরনের মাসুল। ব্যক্তির সম্পদের ভিত্তি মূল্যের ওপর এ মাসুল আদায় করা হয়। এটি কোনো কর নয়। মূলত সম্পদের হস্তান্তর বা লেনদেন মূল্য দিয়েই হিসাব করা হয়।

Check Also

গংগাচড়ায় দোকান খোলা রাখায় জরিমানা

মোঃ শরীফুজ্জামান: রংপুরের গঙ্গাচড়ায় করোনা পরিস্থিতিতে সরকারি আদেশ অমান্য করে প্লাস্টিক সামগ্রীর দোকান খোলা রাখায় …

%d bloggers like this: