নিউজ ডেস্ক: মেলার চতুর্থ দিন শনিবার ২১৭ কোটি টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৫৩ হাজার ৬২৫ জন করদাতা। আর কর সংক্রান্ত সেবা নিয়েছেন প্রায় ২ লাখ মানুষ। রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করদাতাদের পদচারণায় মুখর ছিল মেলার চতুর্থ দিন। এদিন মেলায় ১ লাখ ৯৪ হাজার ৩৩১ জন সেবা গ্রহণ করেছেন। কর আদায় হয়েছে ২১৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ২১১ টাকা।
শনিবার ঢাকাসহ দেশের ৬৪টি জেলা ও সাতটি উপজেলাসহ দেশের ৭১টি জায়গায় মেলা অনুষ্ঠিত হয়। এবার রাজধানী ঢাকাসহ দেশের ৫৬টি জেলা শহরে, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।
।