Home / জাতীয় / ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা চলছে

২০১৭-১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা চলছে

নিউজ ডেস্ক: ২০১৭-১৮ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানীসহ সারা দেশের ২০টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।

এক ঘণ্টাব্যাপী পরীক্ষা শেষ হবে সকাল ১১টায়। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদফতরের অধীনে ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা হবে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে। এ বছর প্রথমবারের মতো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫ নম্বর কাটা হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮২ হাজার ৭৮৮ জন শিক্ষার্থী আবেদন করেছে। দেশের সরকারি ৩১টি মেডিকেল কলেজের আসন সংখ্যা তিন হাজার ৩১৮টি। ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটরর, ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: