Home / জাতীয় / ১৯৯ সংস্থার ইসির নিবদ্ধন নিতে আবেদন

১৯৯ সংস্থার ইসির নিবদ্ধন নিতে আবেদন

 নিউজ ডেস্ক: ইসি  নিবন্ধন পেতে গতকাল মঙ্গলবার আবেদনের শেষ দিন ছিল এবং সব মিলিয়ে ১৯৯টি সংস্থা আবেদনপত্র জমা দিয়েছে। বর্তমানে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সংখ্যা ১২০। এসব সংস্থা ২০১১ সালে নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে এবং ওই নিবন্ধনের মেয়াদ ছিল গত ৩০ জুন পর্যন্ত। নতুন নিবন্ধনের জন্য গত ২৩ অক্টোবর দরখাস্ত আহ্বান করা হয়। এ বিষয়ে আগের নীতিমালা সংশোধন করে গত ২৬ সেপ্টেম্বর নতুন নীতিমালাও প্রণয়ন করা হয়েছে। ইসি সচিবালয় সূত্র জানায়, নীতিমালা অনুসারে যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে নিবন্ধনের উপযুক্ত সংস্থাগুলোর তালিকা প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণের জন্য দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। কোন সংস্থার বিরুদ্ধে কেউ আপত্তি জানালে সে আপত্তির সমর্থনে প্রমান দাখিল করতে হবে। আপত্তি না পাওয়া গেলে নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর ১০ কার্যদিবসের মধ্যে কমিশন চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। আর পাওয়া গেলে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানী গ্রহণ করে কমিশন সিদ্ধান্ত নেবে। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ ৩১৯টি সংস্থা নির্বাচন কমিশনে আবেদন করে। এরমধ্যে বাছাই করে ১৩৮টি সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়।

তবে তালিকার ২৪টি সংস্থার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে আওয়ামী লীগ ও বিএনপি আপত্তি জানায় এবং সংস্থাগুলোকে নিবন্ধন না দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করে। এর মধ্যে আওয়ামী লীগ ২০টি এবং বিএনপি চারটি সংস্থার বিরুদ্ধে আপত্তি জানায়। তবে নির্বাচন কমিশন সে সময় ওইসব সংস্থার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের প্রমাণ পায় নি।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: