Home / খেলাধুলা / ১০ ভারতীয়সহ ৭৭ জুয়াড়ি ধরেছে বিপিএলে : বিসিবি

১০ ভারতীয়সহ ৭৭ জুয়াড়ি ধরেছে বিপিএলে : বিসিবি

স্পোর্টস ডেস্ক: বিপিএল  ঘিরে সারাদেশে পড়েছে জুয়ার হিড়িক। বাদ যায়নি স্টেডিয়ামের গ্যালারিও। সেখান থেকে এখন পর্যন্ত ১২ বিদেশিসহ ৭৭ জন জুয়াড়িকে ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)দুর্নীতি দমন বিভাগ। এর মধ্যে ৬৫ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় এবং ২ জন অন্য দেশের। সবাইকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এসব তথ্য জানান।  সম্প্রতি বিপিএল জুয়া নিয়ে বাড্ডায় খুন হন এক তরুণ। এ ঘটনায় নড়েচড়ে বসে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। খোঁজ নিয়ে জানতে পারে, শুধু মাঠের বাইরেই নয়, স্টেডিয়ামের গ্যালারিতে বসেই জুয়ায় মেতে উঠে জুয়াড়িরা। পরে মাঠ থেকেই ৭৭ জনকে আটক করে কর্তৃপক্ষ।

ইসমাইল হায়দার মল্লিক জানান, ‘আটক ৭৭ জনের মধ্যে ৬৫ জন বাংলাদেশি। বিদেশি ১২ জন। তাদের মধ্যে ১০ জন ভারতীয়।’ তিনি বলেন, ‘গ্যালারিতে বসে অনলাইনে জুয়া খেলার সময় আমরা ৭৭ জনকে আটক করেছি। তবে আমাদের মামলা করার এখতিয়ার না থাকায় তাদের পুলিশে সোপর্দ করেছি।’ মল্লিক বলেন, ‘ম্যাচ চলাকালীন প্রতিটি বলের মাঝে অনলাইনে জুয়া খেলে জুয়াড়িরা। বিভিন্ন জুয়ার সাইটে মাঠে বসেই জুয়া খেলে। প্রযুক্তি উৎকর্ষতায় এদের ধরা বেশ কঠিন। যতটা সম্ভব আমরা তাদের খুঁজে বের করছি।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: