Home / বিনোদন / টেলিভিশন / ১০ দিনে অর্ধ কোটি ছাড়িয়েছে মেহজাবিন-অপুর্ব’র “বড় ছেলে” (ভিডিও সহ)

১০ দিনে অর্ধ কোটি ছাড়িয়েছে মেহজাবিন-অপুর্ব’র “বড় ছেলে” (ভিডিও সহ)

বিনোদন প্রতিনিধি: এবারের কোরবানির ঈদের টেলিছবি ‘বড় ছেলে’র সাফল্য এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবে দেখা হয়েছে ৫২ লাখের বেশিবার। আর এ মাইলফলক অর্জন করল মাত্র ১০ দিনে। এমনটা বাংলা কোনো ভিডিও’র ক্ষেত্রে আগে দেখা যায়নি।

মিজানুর রহমান আরিয়ানের কাহিনী ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘বড় ছেলে’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। তাদের দুজনের অভিনয় দর্শকদের হৃদয় কেড়ে নেয়। ইউটিউব ও ফেইসবুকে অনেক দর্শক মেবজাবিনের অভিনয়ের জন্য এবার সেরা টেলিভিশন অভিনেত্রী পুরুস্কার পাবার আশা ব্যক্ত করেন।

ইউটিউবে অর্ধ কোটি ভিউ প্রসঙ্গে শুক্রবার রাতে নির্মাতা আরিয়ান বলেন, “আর কিছু সময় পরেই ‘বড় ছেলে’ বাংলাদেশের প্রথম নাটক/টেলিফিল্ম হিসেবে ইউটিউবে ৫ মিলিয়ন (৫০ লাখ) ভিউ এর মাইলফলক অর্জন করতে যাচ্ছে। সাথে সবচেয়ে বেশি লাইক এবং পজেটিভ কমেন্টের রেকর্ড তো থাকছেই।”

এদিকে দর্শকের অনুরোধে এশিয়ান টেলিভিশনে বৃহস্পতিবার থেকে পরপর তিনদিন রাত ১১টায় বিরতিহীনভাবে প্রদর্শিত হচ্ছে ‘বড় ছেলে’।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: