Home / বিনোদন / ১ম বার শুভ্রদেবের সঙ্গে ন্যান্সি

১ম বার শুভ্রদেবের সঙ্গে ন্যান্সি

বিনোদন ডেস্ক: যখন গান গাইতে শুরু করেছিলেন শুভ্রদেব, তখন তিনি ছিলেন মিউজিক ইন্ডাস্ট্রির ইয়ং সুপারস্টার। তার গায়কী ও সুদর্শন চেহারা মুগ্ধ করে রেখেছিলো নব্বই দশকের প্রজন্মকে। অনেকেই ভাবতেন এত সুন্দর হাসির যুবক সিনেমার নায়ক হচ্ছেন না কেন! সিনেমায় তার দেখা না মিললেও শুভ্রদেবকে দেখা গিয়েছিলো কোমল পানীয়ের বিজ্ঞাপনে। দারুণ জনপ্রিয় ছিলো সেটি। শুনেছি অনেক মেয়েরই স্বপ্নের মানুষ ছিলেন শুভ্রদেব। আমি তখন অনেক ছোট। নইলে হয়তো আমিও তার প্রেমে পড়তাম। উনার গানের গলা খুব ভালো লাগে।’ শুভ্রদেবকে নিয়ে এভাবেই বলছিলেন মধুকণ্ঠি গায়িকা ন্যান্সি।

খবর হলো, প্রথমবারের তিনি গান করলেন শুভ্রদেবের সঙ্গে। সেটিও আবার চলচ্চিত্রের জন্য। বদিউল আলম খোকন পরিচালিত ‘অন্ধকার জগত’ ছবিতে পাওয়া যাবে শুভ্রদেব ও ন্যান্সির কণ্ঠের গান। ‘‘জনমের আগে আমি তোমারই ছিলাম / পৃথিবীতে এসেও আমি তোমারই হলাম’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর সংগীত করেছেন আলী আকরাম শুভ।

Check Also

আইনি জটিলতায় সালমানের ‘ভারত

বিনোদন ডেস্ক: আইনি জটিলতায় পড়েছে সালমানের ‘ভারত’ চলচ্চিত্রটি। ছবিটি মুক্তি পাবে ৫ই জুন। এরইমধ্যে ছবির …

%d bloggers like this: