স্পোর্টস ডেস্ক: হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু করেছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর টানা তিনটি জয় পেলো তারা। মঙ্গলবার মিরপুরে তারা ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চিটাগং ভাইকিংসকে। এটি এই আসরে তাদের তৃতীয় হার।
ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৩৯ রান করে চিটাগং। জবাব দিতে নেমে চার উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে কুমিল্লা। তাদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন ইমরুল কায়েস। ৪৪ রান আসে জস বাটলারের ব্যাট থেকে। এই দুটি ইনিংসের পর ম্যাচ জিততে তেমন কোনো অসুবিধাই হয়নি কুমিল্লার।
চিটগাং তাদের আগের তিন ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটি, রংপুর রাইডার্সের বিপক্ষে। অন্য দুটি ম্যাচে তারা হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্সের কাছে। আর কুমিল্লা প্রথম ম্যাচে হেরেছিলো সিলেট সিক্সার্সের কাছে। পরে তারা টানা দুই জয় পায় চিটাগং ও রাজশাহী কিংসের বিপক্ষে।