Home / দেশজুড়ে / হোম কোয়ারেন্টিন শেষে সুস্থ ত্রিশালে আ’লীগের এমপি মাদানী

হোম কোয়ারেন্টিন শেষে সুস্থ ত্রিশালে আ’লীগের এমপি মাদানী

এনামুল হক: ১৪ দিন হোম কোয়ারেন্টিন শেষ করে সুস্থ আছেন ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।

এমপি মাদানী বলেন, জরুরি প্রয়োজন না থাকলে নিজ বাসায় অবস্থান করাই নিজের জন্য ভালো, অন্যের জন্যও ভালো। করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে সবাইকে।প্রত্যেকেই মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। এমপি মাদানী উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ইউনিয়ন পর্যায়ে সব নেতাকর্মীর করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করার নির্দেশনা দিয়েছেন।

এমপি মাদানী করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশন ও সব মসজিদের ইমামদের মোনাজাত করার জন্য অনুরোধ জানিয়েছেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ জানান, জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পর এখন সুস্থ আছেন। তিনি করোনাভাইরাস প্রতিরোধে নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Check Also

ত্রিশালে পুত্রে হাতে পিতা খুন

মমিনুল ইসলাম মমিন: ময়মনসিংহের ত্রিশালে আমিরাবাড়ী ইউনিয়নে পুত্রের হাতে পিতা খুনের ঘটনা ঘটেছে। ত্রিশাল থানা …

%d bloggers like this: