Home / দেশজুড়ে / ঢাকা / হেলিকপ্টার বিকল হয়ে ভূপাতিত রূপগঞ্জে

হেলিকপ্টার বিকল হয়ে ভূপাতিত রূপগঞ্জে

দেশজুড়ে ডেস্ক:  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্ব কালাদি এলাকায় পারটেক্স  group  একটি হেলিকপ্টার বিকল হয়ে ভূ-পাতিত হয়েছে। এ সময় আহত হয়েছে তিনজন। আজ মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক সরাফত উল্লাহ জানান, পারটেক্স গ্রুপের হেলিকপ্টারটি ট্রায়াল দেওয়ার জন্য ঢাকা থেকে আকাশে উড়েছিল। এ সময় হেলিকপ্টারে একজন পাইলট, একজন ইঞ্জিনিয়ার ও একজন সহকারী ছিলেন। কপ্টারটি রূপগঞ্জের আবাসন প্লট আমেরিকান সিটিতে ভূ-পাতিত হয়।

খবর পেলে অপর একটি হেলিকপ্টারে করে আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: