Home / বিনোদন / বলিউড / হৃত্বিকের জন্মদিনে যা বললেন সাবেক স্ত্রী সুজানা

হৃত্বিকের জন্মদিনে যা বললেন সাবেক স্ত্রী সুজানা

বিনোদন ডেস্ক: দু’জনের বন্ধুত্বটা রয়ে গেছে এখনো। একসঙ্গে না থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা যায় আন্তরিকভাবে মিশতে।

১০ জানুয়ারি বলিউড তারকা হৃত্মিক রোশানের জীবনের ৪৪ বছর পূর্ণ হয়েছে।

বিশেষ এই দিনে হৃত্বিকের সঙ্গে একটি ছবি পোস্ট করে বৈবাহিক জীবন নয়, বন্ধুত্বের স্তূতি গাইলেন সাবেক স্ত্রী সুজানা খান।

ছবিটি কোনো এক বরফের দেশে আগে তোলা হয়েছে। ছবিতে দু’জনের গায়ে ভারী শীতবস্ত্র দেখা যায়।

ছবিটি সুজান ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘চিরকালই তুমি আমার জীবনের সূর্য, শুভ জন্মদিন।

সব সময় তোমার মুখে এই হাসিটা ধরে রেখো। এই হাসি বিশ্বে আলো ছড়িয়ে দেয়।’

বিচ্ছেদের দু’জনের একসঙ্গে ঘোরাঘুরি নিয়ে অনেকে নানা রকম কথা বলেছেন।

তার জবাবে সুজান বলেছিলেন, ‘হৃত্বিকের সঙ্গে পুনর্মিলন কোনো দিনই সম্ভব নয়।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: