Home / বিনোদন / বলিউড / হুমকির জবাব বিকিনিতে দিলেন দীপিকা পাড়ুকোন

হুমকির জবাব বিকিনিতে দিলেন দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ও গুণী নায়িকাদের নাম নিতে হলে দীপিকা পাড়ুকোন এক-দুইয়ের মধ্যে থাকবেন। অথচ বিতর্ক যেন পিছুই ছাড়ছে না এই সুন্দরী অভিনেত্রীর। সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবির মুক্তি ঠেকাতে সম্প্রতি আটঘাট বেধে মাঠে নামে শ্রী রাজপুত করণী সেনাসহ হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন।

ছবিটির নায়িকা দীপিকার নাক কাটার হুমকিসহ তার ও পরিচালকের মাথার দামও নির্ধারণ করে মারাঠি একটি সংগঠন। এতো কিছুর পরও ‘পদ্মাবতী’ হিসেবে ইতিমধ্যেই ভক্ত-দর্শকের মন জয় করে নিয়েছেন সুন্দরী এই অভিনেত্রী। যদিও ‘পদ্মাবতী’ তার জীবনের সবচেয়ে ক্লান্তিকর অভিজ্ঞতা, ছবিটির প্রচারে নিজে এ কথা জানিয়েছেন দীপি।

সেই ক্লান্তিই যেন কাটালেন ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদের শুটিংয়ে। এবার ক্যামেরার সামনে খোলামেলা লুকে ধরা দিলেন এই গুণী নায়িকা। সমুদ্রতীরে নিজেকে মেলে ধরেছেন বিচ পোশাকে। কেবল শরীরসর্বস্ব নয়, বরং নারীত্বকে সেলিব্রেট করার জন্যই ফিল্মফেয়ারের এ শুট। ক্যামেরার সামনে প্রতিটি ছবিতে দীপিকার প্যাশনের ছাপ স্পষ্ট।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: