Home / বিনোদন / টেলিভিশন / হানিফ সংকেতের “ভুল কারো না-ভুল ধারণা”

হানিফ সংকেতের “ভুল কারো না-ভুল ধারণা”

বিনোদন ডেস্ক: দেড় যুগ ধরে প্রতি ঈদেই এটিএন বাংলার জন্য নাটক নির্মাণ করেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। আসছে কোরবানির ঈদের জন্য নির্মাণ করেছেন ‘ভুল কারো না-ভুল ধারণা’। রচনা করেছেন পরিচালক নিজেই। নাটকে দেখা যাবে ঈদের ছুটিতে বিদেশ থেকে দেশে এসে এক প্রবাসী যুবক তার বন্ধুর বাড়িতে উঠেছে। সেখানে দেখা হয় বন্ধুর শ্যালিকার সঙ্গে। বন্ধু, বন্ধুর স্ত্রী ও শ্যালিকার সঙ্গে বিদেশফেরত যুবকের নানা বিষয় নিয়ে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা।

নাটকটিতে বিদেশফেরত বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, শ্যালিকার চরিত্রে সারিকা সাবরিন। এ ছাড়া অভিনয় করেছেন সাঈদ বাবু, বন্যা মির্জা, সুভাশিষ ভৌমিক, শেলী আহসান, নজরুল ইসলাম প্রমুখ। ঢাকা ও সিঙ্গাইরে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে নাটকটির দৃশ্যায়ন হয়েছে। নাটকের সূচনা সংগীত লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজনে মেহেদী, কণ্ঠ দিয়েছেন কমল। আবহ সংগীতে ফরিদ আহমেদ।
প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিটে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: