নিউজ ডেস্ক: রাজধানীর হাতীরঝিলে মোটরসাইকেল ধাক্কায় ডলি বেগম (৩৬) নামে এক গার্মেন্টস কর্মী মারা গেছেন। প্রত্যক্ষদর্শী মোঃ মিরাজ জানান, গতকাল বুধবার বিকাল ৫টার দিকে ডলি বেগম বাজারের ব্যাগ নিয়ে হাতীরঝিল পাগলা মাজারের সামনের দিয়ে রাস্তা পার হচ্ছিল, এ সময় একটি দূরতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি মারা যান। নিহতের বড় বোন আনোয়ারা বেগম জানান, দুপুরে গার্মেন্টস থেকে ফেরে ডলি। মগবাজার আমবাগান একই বাসায় ভাড়া থাকি। তার স্বামী মৃত বিপ্লব। তাদের এক ছেলে আছে। গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার কাশিয়ানি উপজেলার ভাটিপাড়া এলাকায়।