Home / জাতীয় / হবিগঞ্জ লকডাউন

হবিগঞ্জ লকডাউন

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় হবিগঞ্জ জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘করোনা সংক্রমণ ঝুঁকি প্রতিরোধে আজ থেকে এ জেলাকে লকডাউন ঘোষণা করা হচ্ছে।’

আবু জাহির বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। করোনার কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় গ্রামে গ্রামে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।’

বৈঠকে সংসদ সদস্য মো. আবু জাহির ছাড়াও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: