Home / বিনোদন / বলিউড / হত্যার হুমকির পর শুটিং সেটে সালমান

হত্যার হুমকির পর শুটিং সেটে সালমান

বিনোদন ডেস্ক: সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবি নিয়ে তুমুল বিতর্কের মুখে ছবিটির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে গত বছর হত্যার হুমকি দেওয়া হয়।

নতুন বছর শুরুর প্রথম সপ্তাহে সালমানকে হত্যার হুমকি দেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। গত ৫ জানুয়ারি ভারতের যোধপুর আদালত চত্বরে বলিউড সুপারস্টার সালমান খানকে এই হত্যার হুমকি দেওয়া হয়। এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন সালমান ভক্তরা।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলার শুনানিতে ওইদিন যোধপুর আদালতে হাজিরা দিতে যান সালমান খান।

অপরদিকে, চাঁদাবাজির মামলায় পুলিশি পাহারায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে নিরাপত্তার বেষ্টনীতে আদালতে হাজির করা হয়। আদালত চত্বরে সালমানের সঙ্গে দেখা হলে তাকে হত্যার হুমকি দেন গ্যাংস্টার।

হত্যার হুমকি-ধামকির পর বুধবার মুম্বাইয়ে ‘রেস ৩’ ছবির শুটিং সেটে এসে হাজির সালমান খান। এটি তার পরবর্তী ছবি বলে জানিয়েছে মুম্বাই মিরর।

পরে শুটিং সেটে পুলিশ গিয়ে হাজির হয়। সেখানে পুলিশ সালমান খান ও প্রযোজক রমেশ তৌরানীকে নিরাপত্তার কারণ দেখিয়ে দ্রুত শুটিং বন্ধ করতে বলেন।

পরে অন্য একটি গাড়িতে ছয় পুলিশ সদস্যের নিরাপত্তার মাধ্যমে সালমানকে বাড়িতে ফেরানো হয়। এ সময় সালমানের গাড়িটা পুলিশের একটি গ্রুপ চালিয়ে নিয়ে গিয়ে সালমানের বাড়িতে পৌঁছে দেয়।

পুলিশ জানিয়েছে, বিষ্ণোই হুমকির পর আারো ৩জন সালমানকে হত্যার হুমকি দিয়েছে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: