দেশজুড়ে ডেস্ক: ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা দুর্বৃত্তদের কোপে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে । মঙ্গলবার রাত নয়টার দিকে শহরের জয়নুল আবেদিন পার্কে এই ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে শহরের জয়নুল আবেদিন পার্কে মাসুমকে একদল দুর্বৃত্ত কুপিয়ে আহত করে। পরে তাকে স্থানীয়রা উদ্বার করে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ঘটনায় জড়িতদের আটকের চেষ্ঠা চলছে।