Home / বিনোদন / ঢালিউড / স্বামী-শাশুড়িকে নিয়ে এফডিসিতে শ্রাবন্তী

স্বামী-শাশুড়িকে নিয়ে এফডিসিতে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কলকাতার পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় এই নায়িকা। এরই মধ্যে দুই বাংলার যৌথ প্রযোজনার ‘শিকারী’, বাংলাদেশের ‘যদি একদিন’ সিনেমায় অভিনয় করে সাফল্য পেয়েছেন।

এবার ‘বিক্ষোভ’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন শ্রাবন্তী। কলকাতায় প্রথম লটের শুটিং শেষে বাংলাদেশের বিএফডিসিতে দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। গত বৃহস্পতিবার শাশুড়িকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন তিনি। গতকাল সোমবার ঢাকায় আসেন শ্রাবন্তীর স্বামী রোশান সিং। আজ শুটিং দেখতে শ্রাবন্তীর স্বামী-শাশুড়ি বিএফডিসিতে আসেন।

‘বিক্ষোভ’ সিনেমায় একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী। এতে নায়িকা হিসেবে অভিনয় করছেন কলকাতার মডেল-অভিনয়শিল্পী শুভশ্রী কর।

শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করছেন শান্ত খান। স্টোরি স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত এ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন সানি লিওন। এরই মধ্যে মুম্বাইয়ে সেট তৈরি করে গানটির শুটিংও শেষ করেছেন। নৃত্য পরিচালনা করেছেন ভারতের বব ও পাবন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল।

Check Also

৯ বছরের সংসার ভাঙল অভিনেতা অপূর্ব-অদিতির

নিউজ ডেস্ক:  ভেঙে গেছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব-নাজিয়ার ৯ বছরের সংসার। বনিবনা না হওয়ায় তাদের …

%d bloggers like this: