Home / বিনোদন / চলচ্চিত্র / স্বামীর সাথে চিত্রনায়িকা রেসি

স্বামীর সাথে চিত্রনায়িকা রেসি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা রেসি বিয়ে করেন ব্যবসায়ী পান্থ শাহরিয়ারকে।

এরপর অভিনয় ছেড়ে সংসারি হয়ে যান তিনি।

সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

তাদের ঘরে রয়েছে দুই সন্তান।

রেসিকে পুরো পরিবারসহ দেখা গেল ভ্রমণমুডে।

দেখা গেল স্বামী সন্তানসহ সিলেট অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন মৃদুলা আহমেদ রেসি।

আনন্দেচিত্তে দেখা গেল বিছনাকান্দিতে।

পরিবারের সাথে রেসি কিছুটা আনন্দময় সময় কাটাতেই সিলেট ট্যুরে গিয়েছেন।

চা বাগান, ঝর্ণা,পাহাড়ের সাথেই কাটছে সখ্য সময়।

মৃদুলা আহমেদ রেসি ২০০৭ সালে বুলবুল জিলানীর ‘নীল আঁচল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন জনপ্রিয় চিত্রনায়িকা রেসি।

এরপর ডিপজলের সঙ্গে জুটি বেঁধে ব্যাপক জনপ্রিয়তা পান।

বিয়ের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও গত বছর আবারও ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

তার অভিনীত ‘শূন্য’ ছবিটির কাজ খুব শিগগিরই শেষ হবে বলে জানা গেছে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: