আন্তর্জাতিক ডেস্ক: কাতালোনিয়া স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের ঘোষণা দেওয়ায় কাতালোনিয়ার সংসদ ভেঙে দিয়ে সেখানে কেন্দ্রের শাসন জারি করেছে স্পেন সরকার।
জানা গেছে, কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সংসদ বিলুপ্ত করে কেন্দ্রের শাসন জারি করে স্পেনের প্রধানমন্ত্রী।
এ ছাড়াও তাৎক্ষণিক বেশ কিছু সিদ্ধান্ত নিতে শুরু করেছে স্পেন সরকার। এমনকি কাতালোনিয়ার নেতা কার্লেস পুজডেমন এবং তাঁর অন্যান্য সাংসদদেরকেও বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানা রাহয় বলেন, কাতালোনিয়াতে ‘স্বাভাবিকতা ফিরিয়ে আনতে’ কেন্দ্রের এই হস্তক্ষেপ জরুরি।
তিনি আরো বলেন, ‘এই সময়ে আমাদের এখন শান্ত ও বিচক্ষণ থাকতে হবে এবং রাষ্ট্রের সক্ষমতার উপরেও আস্থা রাখতে হবে। সমাজে যে হুমকিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে রাষ্ট্রের আইন ও যুক্তি দিয়ে শান্তিপূর্ণ উপায়েই তা মোকাবেলা করা সম্ভব। ‘
সূত্র : বিবিসি বাংলা