স্পোর্টস ডেস্ক: ২০১৮ রাশিয়া বিশ্বকাপের জন্য প্রায় প্রত্যেকটি দেশের জার্সি উদ্বোধন করল অ্যাডিডাস । স্পেনের নতুন জার্সিতে লাল, হলুদ এবং নীল রং রয়েছে। অনেকের বক্তব্য, নীল রংটিতে বেগুনি রংয়ের আধিক্য আছে। এই জার্সিটির সঙ্গে ১৯৩১-৩৯ সালের রিপাবলিকান জার্সির মিল আছে। এখনো যারা স্পেনের আধিপত্য মানে না তারা এই ৩ রংয়ের পতাকা ব্যবহার করে। তবে অ্যাডিডাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্পেনের ফুটবল সংস্থার কাছ থেকে ইতিবাচক সম্মতি পাওয়ার পর তারা জার্সি তৈরিতে হাত দিয়েছে।
এ ব্যাপারে অ্যাডিডাসের এক মুখপাত্র জানান, কয়েক মাস আগেই আমাদের তৈরি ডিজাইনে সিল মোহর দিয়েছে স্প্যানিশ ফুটবল সংস্থা। তাই এখন এই বিতর্ক তৈরি হলে আমাদের কিছু করার নেই।