জব ডেস্ক: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্তণালয়ের বেসরকারি প্রতিষ্ঠান রিজেন্ট কেসিএস লি: আইটি অফিসারসহ কিছু পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম ও সংখ্যা: জেলা সমন্বয়কারী প্রতি জেলায় একজন, উপজেলা সমন্বয়কারী প্রতি উপজেলায় ১ জন, কর অফিসার প্রতি ইউনিয়নে ১ জন। সহকারী কর অফিসার প্রতি ইউনিয়নে ২ জন, আইটি অফিসার প্রতি জেলায় ৩ জন, রিসিপসনিস্ট প্রতি জেলায় ১ জন।
শিক্ষাগত যোগ্যতা: জেলা সমন্বয়কারী-স্নাতক ডিগ্রি, উপজেলা সমন্নয়কারী- স্নাতক ডিগ্রি, কর অফিসার- ডিগ্রি, সহকারী কর অফিসার- এইচ.এস.সি, আইটি অফিসার- এইচ.এস.সি/এস.এস.সি, অ্যাকাউন্ট অফিসার-হিসাব বিজ্ঞানে স্নাতক, রিসিপসনিস্ট- ডিগ্রি।
যোগাযোগের ঠিকানা: প্রকল্প পরিচালক, রিজেন্ট কেসিএস লিঃ, বাসা-৩৩, রোড-১৪, সেক্টর-১১, উত্তরা, ঢাকা-১২৩০।
আবেদনের শেষ তারিখ: ৩০/১১/২০১৭