Home / বিনোদন / চলচ্চিত্র / স্কুল জীবনে বড় বোনের বন্ধুর প্রেমে পড়েন তানজিন তিশা

স্কুল জীবনে বড় বোনের বন্ধুর প্রেমে পড়েন তানজিন তিশা

বিনোদন প্রতিনিধি: মতিঝিল মডেল হাইস্কুলের ছাত্রী অবস্থায় বড় বোনের এক বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক হয় তানজিন তিশার। ছেলেটি তখন কলেজে পড়ত। বোনের বন্ধু হওয়ার কারণে প্রায়ই তাদের বাসায় আসত ছেলেটি। একসঙ্গে ঘুরতে যেতেন তারা। অনেক গল্প হতো। একদিন ছেলেটি একটি চিরকুট রেখে যায় তিশাদের বাসায়। খুলে দেখেন তাকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছে। তারও ভালো লাগত তাঁকে। প্রস্তাব পেয়েই রাজি হয়ে গিয়েছিলেন তানজিন। ঠিক মাস তিনেকের মাথায় প্রেমের কথা বাসায় জেনে যায়। মা–বাবা দুজনই খুব বকাবকি করলেন। বকা খেয়ে ওই দিনই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এভাবেই স্কুল জীবনের প্রেমের ঘটনা বর্ননা দেন মিস্টি অভিনেত্রী তানজিন তিশা।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: