আন্তর্জাতিক ডেস্ক: কয়েক ঘণ্টার ব্যবধানে সৌদি আরবের আরও এক যুবরাজ আব্দুল আজিজ বিন ফাহাদের মৃত্যু হয়েছে। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই-এর সাবেক স্পেশাল এজেন্ট আলী এইচ. সৌফান টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কিভাবে যুবরাজ আজিজের মৃত্যু হয়েছে সে বিষয়ে উল্লেখ করা হয়নি। আব্দুল আজিজ সাবেক বাদশা ফাহাদের বড় সন্তান ছিলেন।
এর আগে,সৌদি যুবরাজ মানসুর বিন মুকরিন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। রোববার দেশটির আসির প্রদেশের দক্ষিণে ইয়েমেনের সীমান্ত সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে।