Home / প্রবাসের খবর / সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহতের সংখ্যা বেড়ে ৯ জন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহতের সংখ্যা বেড়ে ৯ জন

প্রবাসের খবর:  সৌদি আরবের  জিজান শহরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।

এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন বাংলাদেশি।

গতকাল শনিবার কর্মস্থলে যাওয়ার পথে জিজান নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

দেশটির গণমাধ্যম জানায়, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাত বাংলাদেশি নিহত হন।

পরে হাসপাতালে নেওয়া হলে আরো দুজন মারা যান।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে।

তারা হলেন সিরাজগঞ্জের দুলাল, কিশোরগঞ্জের জসিম, টাঙ্গাইলের সাইফুর রহমান, নরসিংদীর আলমগীর হোসেন ও মো. ইদন এবং নারায়গঞ্জের মতিউর রহমান।

Check Also

অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ

প্রবাস ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা এবং অঙ্গ সংগঠন সিডনি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর …

%d bloggers like this: